

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার নবাববাড়ীস্থ বিজয়ের মাস উপলক্ষে বগুড়া রানার প্লাজায় দোকান ও অফিস স্পেস বিক্রয় মেলার উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, রানার প্লাজা’র পরিচালক মো: সাইরুল ইসলাম, সম্পা প্রোপার্টি’র ম্যানেজিং ডিরেক্টর মো: মোসাব্বির ইসলাম সৌরভ ও সম্পা ডাইং এন্ড মার্ট এর ম্যানেজিং ডিরেক্টর মো: মুসাহের ইসলাম সাকিব সহ মাকের্টের ব্যবসায়ীরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা