বগুড়া সংবাদ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবাইদুল ইসলাম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৎ, সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। স্বাধীনতা যুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদান এবং যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তার নেতৃত্ব আজও আমাদের জন্য এক প্রেরণার উৎস। ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, সততা এবং জনসেবামূলক নেতৃত্বের আদর্শে উদ্বুদ্ধ করতে শহীদ জিয়াউর রহমানের জীবনচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আদর্শ অনুসরণ করে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবো।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপি আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে তাঁর কর্মময় জীবনের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ নামক দেশটি পৃথিবীর মানচিত্রে জায়গা পেতো না যদি না শহীদ প্রেসিডেন্ট ডিয়াউর রহমানের জন্ম না হতো। তিনি স্বাধীনতা ঘোষনা না করলে বাংলাদেশ নামক দেশটি এই পৃথিবীতে আসতো না। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। একই ব্যক্তি বাংলাদেশকে জন্ম দিয়েছেন এবং স্বাধীনতা রক্ষা করেছেন। তারই উত্তরসূরি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিছুদিন আগে আমরা তাঁকে হারিয়েছি। আমরা এখনও তাঁর শোক কাটিয়ে উঠতে পারিনি। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বলেই দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দিয়েছিলেন। একই ঘরে দুই ব্যক্তি স্বামী এবং স্ত্রী পৃথিবীর ইতিহাসে এমন নাই যে দুজন মানুষের একইরকম জনপ্রিয়তা। যাদের জীবনে কোন দাগ নেই। দুজন মানুই সমান জনপ্রিয়। তাদেরই সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই মাটির উত্তরসূরি এবং দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ড. মোহা: হাছানাত আলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আব্দুল হাসান মোঃ শামীম, সিনিয়র সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম কাগজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ আব্দুল করিম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (ইঞ্জিঃ বিভাগ) ড. ইঞ্জিনিয়র মোঃ আখতার হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
