সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে মাদক ব্যাবসায়ীর ছুরিকাঘাতে এক বেদে খুন,আহত-৩

বগুড়া সংবাদ  :  বগুড়ার গাবতলীতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে শাকিল নামের এক বেদে খুনের শিকার হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের ইছামতি নদীর তীরে দীর্ঘদিন থেকে বেদে পল্লী বসবাস করে আসছিল। গত ১০ডিসেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে তিন টায় হোসেনপুর গ্রামের রাশেদুল ইসলাম মোবাইল চুরির উদ্দেশ্যে বেদে পল্লীতে গিয়ে চুরীর চেষ্টা করলে তারা টের পেয়ে চোর রাশেদকে ধরে ফেলে। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানালে সকালে বিচার করার আশ্বাস দেন তিনি । গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা রাশেদের পরিবার জানতে পেরে চোরের বড় ভাই মাদক ব্যবসায়ী বিশু তার ছেলে ও আরো ১০ /১২জন লোক নিয়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্রসহ বেদে পল্লীতে হামলা চালিয়ে মারপিট ও শাকিল হোসেন (২৫) এর বুকে ও পেটে ছুড়িকাঘাত এবং জেনারেল হোসেন (২৮) কে মারপিট করে চলে যায়। স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে গাবতলী হাসপাতালে আনার সময় রাস্তার মধ্যে শাকিল মারা যান। আর জেনারেলকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বাড়ী ঢাকা সাভারের পোড়াবাড়ী গ্রামে। গাবতলী থানা পুলিশ লাশ উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ সংবাদ পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করেন গাবতলী, সারিয়াকান্দী থানার এ সার্কেল হুমায়ন কবীর ও গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মামলার প্রস্ততি চলচ্ছে।

Check Also

আদমদীঘি দলিল লেখকদের সাথে এমপি প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার অংশ মোতাবেক বগুড়া-৩ আসনের বিএনপির মনোনীত এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *