বগুড়া সংবাদ : ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ দুপচাঁচিয়া সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যাগ আলাচনা সভা ও কর্মী সমাবশ অনুষ্ঠিত হয়ছ। ২৬ নভম্বর বুধবার বিকল ¯ানীয় কমিনিউটি সটার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চয়ারম্যান মায়াজ্জম হাসন এর সভাপতিত্ব ও বিএনপির নতা হাসান মিলনর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখন বগুড়া-৩ আসনর বিএনপির মনানীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মহিত তালুকদার। আম¿িত অতিথি বক্তব্য রাখন উপজলা বিএনপির সভাপতি একএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবক সভাপতি এসএম কায়কাবাদ, পর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানাতুল ফরদস, পর বিএনপির সহ-সভাপতি সুরুজ আলী, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, বিএনপির নতা চয়ারম্যান শাহজাহান আলী, জামাল উদ্দিন, উপজলা যুবদলর আহায়ক আফছার আলী, যুবদল নতা আশরাফুল আলম, যুগ্ম আহায়ক মাস্তাক আহমদ, আব্দুস সবুর খদকার, পর যুবদলর সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, ছাত্রদলর সাবক সাধারণ সম্পাদক ও যুবদল নতা আবু রায়হান, ওহাব মানিক, জাহিদ হাসান রাস্তম, রাবু খান, হুমায়ুন কবির, বলাল হাসন, উপজলা জাসাসর সভাপতি নূর মাহাম্মাদ তালুকদার রুবল, মহিলা নত্রী আসফিয়া হায়াত সিলভা, ফাতমা জহূরা পলি, নাসরিন আক্তার, পর ছাত্রদলর সভাপতি নাঈম সরদার, ছাত্রদল নতা এহসানুল হক রাঙ্গা প্রমুখ। এ সময় বিএনপির, যুবদল ও অঙ্গসংগঠনর নতাকর্মীরা উপ¯িত ছিলন। সভায় বক্তারা বলন, আসন নির্বাচন ধানর শীষর প্রতীকর প্রার্থীক বিজয়ী করত হল ভদাভদ ভুল সবাইক ঐক্যবদ্ধভাব কাজ করত হব। তণমূলর নতাকর্মীদর আÍরিক প্রচষ্টাই এ বিজয় নিশ্চিত করত পার। এজন্য প্রত্যক কর্মীক মাঠ থক ভাটারদর কাছ ধানর শীষর উনয়ন বার্তা পঁছ দওয়ার আহান জানান বক্তারা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
