বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ

বগুড়া সংবাদ : শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মঙ্গরবার বিকেলে বগুড়া সদরের নামুজা ইউনিয়নে দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন। বিকেলে নামুজা ইউনিয়নের মথুরা হতে শুরু হয়ে বামনপাড়া, সরলপুর, টেংরা, চৌমহনী হয়ে নামুজা বন্দরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, শহর দাওয়াহ ও শিক্ষা সম্পাদক মাওলানা হেদায়তুল ইসলাম, এনামুল হক রানা, গোকুল ইউনিয়ন আমীর এনামুল কাদের আমজাদ, নায়েবে আমীর আবজাল হোসেন, সেক্রেটারী শফিকুল ইসলাম, মাওলানা রমজান আলী, যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম ভান্ডারী, মোশাররফ হোসেন, মাওলা আব্দুস সামাদ, হাফেজ এনামুল হক, আবু তাহের, হাফেজ গোলাম রব্বানী, ক্বারী হানজালা, শ্রমিক নেতা শাহিন আলম প্রমুখ। গণ সংযোগ কালে চৌমহনীতে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে দেশের জনগণ একটি কল্যাণ রাস্ট্র উপহার পাবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলে ঘুষ দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি আগামীতে দাড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

Check Also

দুপচাঁচিয়া বিএনপির সাংগঠনিক ও মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুপচাঁচিয়া পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *