
বগুড়া সংবাদ : বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও জালিয়াতি করে টাকা নিয়ে না পাঠিয়ে টালবাহানা করায় অভিযোগ করেছেন সম্পা আক্তার (৩০) নামে এক ভুক্তভোগী। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার সিংগা গ্রামের প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী সম্পা আক্তার থানায় ও গুনাহার ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। সম্পার একই গ্রামের বিবাদী সম্পর্কে চাচা শ্বশুর আদম ব্যবসায়ী শাকিল আহম্মেদ (৩২)বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলেন প্রায় ২বছর পূর্বে শাকিল তার মামা রুহুল আমিন কাছ থেকে ২ জন লোক কে (সৌদি আরব) বিদেশে পাঠানোর কথা বলে পর্যায়ক্রমে ব্যাংক ও নগদে ৮লক্ষ ৬০ হাজার টাকা নিয়েছে। শাকিল টাকা নেওয়ার সময় ৬ মাসের মধ্যে বিদেশে পাঠানোর প্রতিশ্রæতি দেয়। কিন্তু ৬মাস পার হলেও বিদেশে না পাঠিয়ে বার বার সময় নিয়ে বিভিন্ন টালবাহানা ও হয়রানি করতে থাকে। বিবাদী শাকিল প্রতারণা ও জালিয়াতী করে ৮লক্ষ ৬০ হাজার টাকা এবং পাসপোর্ট আত্মত্মসাৎ করেছে। টাকা ফেরত চাইতে গেলে বিবাদী লোভী ও খারাপ প্রকৃতির মানুষ হওয়ায় খারাপ আচরণ করে।
গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, আমি বিষয়টি মিমাংসা করা জন্য দুই পক্ষকে পরিষদে ডেকে ছিলাম। কিন্তু বিবাদী শাকিল উপস্থিত হয়নি।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী আমার কাছে এসেছিলো। আমি মামলা করার পরামর্শ দিয়েছি।