বগুড়া সংবাদ :বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় আহত তুবা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকাল ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশু তুবা খাতুন উপজেলার সরুগ্রামের মালোয়েশীয়া প্রবাসী শাহ আলমের মেয়ে।
জানাযায়, শনিবার (২ই আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনে একটি অজ্ঞাতনামা মিনি ট্রাকের সাথে তুবা খাতুনের ধাক্কা লেগে সে রাস্তার উপর পড়ে যায়। প্রথমে তাকে ধুনট হাসপাতাল এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ধুনট থানার এসআই ওসমান গনী জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে বগুড়া সদর থানা মরদেহ হস্তান্তর করেছে। এবিষয়ে বগুড়া সদর থানায় জিডি দায়ের হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
