সর্বশেষ সংবাদ ::

সাবেক এম পি মোশারফ হোসেনের সই স্ক্যান করে নন্দীগ্রাম ভস্কুর মাদ্রাসার সভাপতি হওয়ায় তারেক হোসেন জেল-হাজতে

সাবেক এম পি মোশারফ হোসেনের সই স্ক্যান করে নন্দীগ্রাম ভস্কুর মাদ্রাসার সভাপতি হওয়ায় তারেক হোসেন জেল-হাজতে

বগুড়া সংবাদ :  গত ১ জুলাই/২২ইং এবং ২৫ আগষ্ট/২২ইং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর (ভুস্কুর) গ্রামের আবুল হোসেনের পুত্র তারেক হোসেন (২৮) বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনের সহ স্ক্যান করে ইসলামপুর (ভুস্কুর) সিদ্দিকীয়া সিনিয়র আলীম মাদ্রাসার সভাপতি হন। বিষয়টি জানাজানি হলে বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক
সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনের এ পি এস মোস্তাফিজুর রহমান গত ৩০ আগষ্ট/২২ইং তারিখে নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর (ভুস্কুর) সিদ্দিকীয়া সিনিয়র আলীম মাদ্রাসার সভাপতি
তারেক হোসেনকে আসামী করে বগুড়ার নন্দীগ্রাম থানার আমলী আদালত একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৬৫সি/২২ (নন্দীগ্রাম)। সোমবার আসামী তারেক হোসেন আদালতে উপস্থিত হলে বিজ্ঞ বিচারক তাকে জেল-হাজতে পাঠান।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *