সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় নিরাপদ সড়ক চাই ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়ায় নিরাপদ সড়ক চাই(নিসচা) ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন কর্মসূচি মধ্য দিয় পালিত হয়ছ। কর্মসূচির মধ্য ছিল র‌্যালি, লিফলট বিতরণ, আলাচনা সভা, কক কর্তন ও রাফল ড্র । এ উপলক্ষ ১ ডিসম্বর সামবার সকাল উপজলা চত্বর থক এক র‌্যালি বর হয় বিভিন সড়ক প্রদক্ষিণ শষ সিও অফিস বাসস্ট্যান্ড সচতনতামূলক লিফলট বিতরণ করা হয়। র‌্যালিত প্রধান অতিথি হিসাব উপ¯িত ছিলন উপজলা নির্বাহী অফিসার শাহরুখ খান, বিশষ অতিথি অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। পর নয়ন হরিটজ পার্ক নিরাপদ সড়ক চাই উপজলা শাখার সহ-সভাপতি অসিম কুমারর সভাপতিত্ব ও সদস্য আজিজুল হকর পরিচালনায় বিশষ অতিথির বক্তব্য রাখন সরকারী কমিশনার (ভূমি) তহিদুল ইসলাম। আম¿িত অতিথির বক্তব্য রাখন অধ্যক্ষ আব্দুর রউফ, উপদষ্টা ও প্রসক্লাবর সভাপতি গালাম ফারুক, উপজলা প্রসক্লাবর সভাপতি আবু কালাম আজাদ। অন্যান্যদর মধ্য বক্তব্য রাখন উপজলার নিসচা সদস্য সচিব তফিক আলম, বিশিষ্ট ব্যবসায়ী সদস্য মিজানুর রহমান,আম্মাদ আলী। এ সময় উপ¯িত ছিলন উপজলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কদ্রর সাবক ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছদ, মহিলা নত্রী আসফিয়া হায়াত সিলভা সহ নিরাপদ সড়ক চাই সকল সদস্যবদ।

Check Also

বগুড়ার নুনগোলায় হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ কল্যাণ রাস্ট্র গঠনে সকল ধর্মের মানুষ কে এক সাথে কাজ করতে হবে: সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদ প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *