বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় নিরাপদ সড়ক চাই(নিসচা) ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন কর্মসূচি মধ্য দিয় পালিত হয়ছ। কর্মসূচির মধ্য ছিল র্যালি, লিফলট বিতরণ, আলাচনা সভা, কক কর্তন ও রাফল ড্র । এ উপলক্ষ ১ ডিসম্বর সামবার সকাল উপজলা চত্বর থক এক র্যালি বর হয় বিভিন সড়ক প্রদক্ষিণ শষ সিও অফিস বাসস্ট্যান্ড সচতনতামূলক লিফলট বিতরণ করা হয়। র্যালিত প্রধান অতিথি হিসাব উপ¯িত ছিলন উপজলা নির্বাহী অফিসার শাহরুখ খান, বিশষ অতিথি অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। পর নয়ন হরিটজ পার্ক নিরাপদ সড়ক চাই উপজলা শাখার সহ-সভাপতি অসিম কুমারর সভাপতিত্ব ও সদস্য আজিজুল হকর পরিচালনায় বিশষ অতিথির বক্তব্য রাখন সরকারী কমিশনার (ভূমি) তহিদুল ইসলাম। আম¿িত অতিথির বক্তব্য রাখন অধ্যক্ষ আব্দুর রউফ, উপদষ্টা ও প্রসক্লাবর সভাপতি গালাম ফারুক, উপজলা প্রসক্লাবর সভাপতি আবু কালাম আজাদ। অন্যান্যদর মধ্য বক্তব্য রাখন উপজলার নিসচা সদস্য সচিব তফিক আলম, বিশিষ্ট ব্যবসায়ী সদস্য মিজানুর রহমান,আম্মাদ আলী। এ সময় উপ¯িত ছিলন উপজলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কদ্রর সাবক ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছদ, মহিলা নত্রী আসফিয়া হায়াত সিলভা সহ নিরাপদ সড়ক চাই সকল সদস্যবদ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
