সর্বশেষ সংবাদ ::

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়া সংবাদ : বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কলেজ শাখার ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় শহরের উপশহর শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে ১৩৬জন শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আবদুল মালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় পাশের জন্য নয়। ভালো মানুষ ও দক্ষ নাগরিক গড়ার জন্য প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে হবে।
বরেণ্য অতিথি ছিলেন বিয়াম ফাউন্ডেশন মহাপরিচালক এর সহধর্মীনি শাহানাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র বগুড়ার পরিচালক (উপসচিব) মোঃ আলমগীর কবির, সহকারি পরিচালক মোঃ আরাফাত হোসেন, বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে গান, আনন্দ, উচ্ছ্বাস ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ চত্বর মুখরিত হয়ে ওঠে।

Check Also

বগুড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

  বগুড়া সংবাদ : বগুড়া জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *