বগুড়া সংবাদ : বোরো ধান আবাদের ভরা মৌসুমে একের পর এক চুরি হচ্ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার ফলে এক প্রকার দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ট্রান্সফরমার চুরি হওয়ায় ইলেকট্রিক পাম্প দিয়ে ফসলে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন করে ট্রান্সফরমার স্থাপন করতে দিতে হচ্ছে বাড়তি অর্থ, ফলে বাড়ছে উৎপাদন ব্যায়।
গত রাতে বুধবার (৫ নভেম্বর )২৫ বগুড়ার শিবগঞ্জ উপজেলা পিরব ইউনিয়নের জানগ্রামের কৃষক মোঃ সামছুল আলম ও মনছুর রহমানের ৩ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরি করে নিয়ে যায় চোরচক্র। তবে আবাক করার বিষয় হচ্ছে সেচ ঘরের নিচে পলিথিনে চোর বুঝিয়ে রেখে যায় একটি চিরকুট সেখানে দেওয়া আছে দুইটি মোবাইল নম্বর। সেই মোবাইল নম্বরে ফোন করলে চোরচক্র কৃষকের কাছে মোবাইল ব্যাংকিং বিকাশে ৬০ হাজার টাকার বিনিময় বৈদ্যুতিক ট্রান্সমিটার ফিরিয়ে দিবে বলে প্রস্তাব দেন। পরে কৃষক মোঃ ছামছুল আলম দিশাহারা হয়ে সেইদিনেই শিবগঞ্জ থানায় উক্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ দেয়। এরপর বার বার চোর চক্র কৃষক ছামছুল আলমের সাথে কথা বলে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। বিনিময় মোবাইল ব্যাংকিং বিকাশে বিশ হাজার টাকা চায়।তখন ঠিক বিশ হাজার টাকা দেওয়ার পরে চোরচক্র আবারও বিশ হাজার টাকা দাবি করে। তবে ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও চক্র একাধিকবার কৃষকের সঙ্গে যোগাযোগ করলেও শিবগঞ্জ থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলছেন কৃষক।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুজ্জামান গণমাধ্যমকে জানান, সেচের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বিষয়টি আমাদের নজর এসেছে। আমাদের কাজ শুরু হবে আমরা ব্যবস্থা করবো।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
