বগুড়া সংবাদ: মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব উপলক্ষে বাছাইকৃত সদস্যদের নিয়ে অনূর্ধ্ব-১৯ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বগুড়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইলনা খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উদ্যোগে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল গ্রাউন্ড মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশীদ আলম, র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অন্যান্য কমকর্তা-কর্মচারীবৃন্দসহ বগুড়ায় বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধি ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী। টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান অতিথিবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
