কাহালু পৌরসভা উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বুধবার (২৯ অক্টোবর) বগুড়ার কাহালু পৌরসভার হলরুমে অত্র পৌরসভার আয়োজনে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন কাহালু পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জনাম চৌধুরী।
কর্মশালায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ প্রকৌশলী নুরুল আমিন তালুকদার।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র আরইউটিডিপি’র সহকারি প্রকৌশলী মো. সাইফুর রহমান হৃদয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান, জোবায়দা পারভীন, আর্কিটেক্ট আজমিরা আকতার, সামাজিক ব্যবস্থাপনা বিশেঘজ্ঞ জাহিদুল ইসলাম, কাহালু পৌর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম সহ টি.এল.সি.সি এর অন্যান্য সদস্যবৃন্দ। কর্মশালায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), ক্যাপিট্যাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআরপি) ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (সিআরএপি) নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বক্তারা জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সর্ম্পক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা।
প্রথম পর্যায় দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা এবং ছয়টি সিটি করপোরেশনে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন য়ার অর্ধেকই নারী।
প্রকল্পের আওতায় রাস্তাঘাট-ফুটপাত, সড়কের বাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিন্যাল উন্নয়ন, সুপার মার্কেট, সেতু ও কালভ্যাট নির্মাণ সহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে।

Check Also

দুপচাঁচিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়া সংবাদ :  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮অক্টোবর মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *