
বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি ,গাবতলী বগুড়া) : বিএনপির ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার পাইলট উচ্চ বিদ্যালয় সভা কক্ষে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি আয়োজনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। প্রচার ও প্রকাশনা সম্পাদক এমআর ইসলাম রিপনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, মফিদুল ইসলাম, নুরুল ইসলাম, মকবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী, মুঞ্জুর মোশেদ, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, সুরাইয়া জেরিন রনি, সাজেদুর রহমান সুজন, জসিউর রহমান সোহেল, আব্দুল গফুর টুকু, মোরশেদ আলামিন লেমন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও সাহাদৎ হোসেন খান সাগর, সহ-সাগঠনিক সম্পাদক আবু তালেব শাহিন, সহ-দপ্তর সম্পাদক আবু আছাদ, স্বাস্থ্য বিষয়ক নুহু আলম সরদার, দপ্তর সম্পাদক এ কে এম পান্না, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, যুবদলের রুহুল হাসান রুহিন, মিনহাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির শফিকুল ইসলাম ভূধন, আতিকুর রহমান পিন্টু, ফারুক আহম্মেদ মিজানুর রহমান হিলু, একাব্বর আলী, আব্দুল কদ্দুস, মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আকতার বানু। স্বোচ্ছাসেবক দলের রাকিবুল হাসান হিরু, পবন সরকার, তাতি দলের রাশেদুল ইসলাম রাঙ্গা, ছাত্রদলের নাজমুল আহসান ডিটল, এসএম রাঙ্গা, মোস্তাফিজার রহমান মোস্তা, জাকিরুল ইসলাম লুকু, জাসাসের সভাপতি আরেফুর রহমান লিটন, মৎসজীবি দলের আবুবক্কর চিদ্দিক প্রমুখ।