সর্বশেষ সংবাদ ::

ধুনটে বিধবা দুস্থ নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের বিধবা দুস্থ নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে মানব সেবা সংস্থা নামে একটি বে-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মানব সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মামুনুর রশিদ বলেন, ধুনট উপজেলার বেলকুচি গ্রামের মানব সেবা সংস্থার পক্ষ থেকে গরীব, দুস্থ বিধবা নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংস্থাটি গরীব, বিধবা ও অসহায় মানুষদের নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক, ইমদাদুল হক, রিফাত হোসেন, জগন্নাথ কুমার সরকার, শফিকুল ইসলাম, মানিক মিয়া, লিটন, বাবু, হিটলার, ইলিয়াস আহমেদ প্রমূখ।

 

Check Also

ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ; এক জন গুরুতর আহত

  বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলক্রসিং রেলগেটে রাতে ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *