সর্বশেষ সংবাদ ::

বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী এবং ফ্রেন্ডস ইলেভেনের জয়

বগুড়া সংবাদ :  বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের শুক্রবারের দু’টি খেলায় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী এবং ফ্রেন্ডস ইলেভেন জয় পেয়েছে। প্রথম ম্যাচে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী ৭ উইকেটে রাহুল গ্রæপকে এবং দ্বিতীয় ম্যাচে ফ্রেন্ডস ইলেভেন ৭ উইকেটে হারায় সাতমাথা কিংসকে।
সকালে দিনের প্রথম খেলায় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর বিপক্ষে টসে জিতে রাহুল গ্রæপ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১১৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে পারভেজ সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া লিটন ২৫ ও ওয়াসকুরনি ১৮ রান করেন। ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর জয় ৩টি, তাসদিক ২টি৫ এবং দূর্জয় ১টি উইকেট লাভ করেন। জবাবে ওপেনার রিফাতের হার না মানা ৫৯ রানে ভর করে ১৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী। দলের পক্ষে ইলমান ২৬ এবং রবিউল ২৪ রান করেন। ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর রিফাত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
দিনের অপর ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ফ্রেন্ডস ইলেভেনের বিপক্ষে ৭ উইকেটে ১০৬ রান করতে সক্ষম হয়। বাবুনি দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন। ফ্রেন্ডস ইলেভেনের মারুফ ৩টি, রেজভি ২টি, তানভীর ও বাচ্চু ১টি করে উইকে শিকার করেন। জবাবে রিপনের অপরাজিত ৭৫ রানে ভর করে মাত্র ১৪ দশমিক ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফ্রেন্ডস ইলেভেন। রিপনের সাথেখ ২০ রানে অপরাজিত ছিলেন রুদ্র। দূর্দান্ত ব্যাটিং করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিপন। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি বিতরন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহŸায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহŸায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘল, সাবেক ক্রিকেটার, সংগঠক মাসুদ পারভেজ জেমস, সাজ্জাদত হোসেন, রোমেল, মোরশেদ মাহবুব সাথীল, জাতীয় নাগরিক কমিটির সংগঠক জোবায়ের আহম্মেদ প্রমূখ। শনিবার সকাল ৯টায় গাবতলী টাইগার্স বনাম শিববাটি সজীব সংঘ এবং দুপুর ১টায় মুখোমুখী হবে হেলথ সিটি ইলেভেন স্টার বনাম মালতিনগর ওয়ারিয়র্স।

Check Also

কাহালুতে সাবেক এমপি মাশারফ হাসানের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *