সর্বশেষ সংবাদ ::

বাংলাদেশের সকল অর্জন হয়েছে জিয়া পরিবারের শাসনামলে —–কাজী রফিকুল ইসলাম

বগুড়া সংবাদ : বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির  অন্যতম সদস্য  বগুড়া-১( সারিয়াকান্দি-সােনাতলা) আসনের  সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি। যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। একটি সেক্টরে কমান্ডার হিসেবে এ-দেশের  গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।  এদেশে যত ক্রাইসিস( সংকটকাল) হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  আলোকবর্তিতা হিসেবে আবির্ভূত হয়েছেন।

তিনি আরাে বলেন, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল  মূলত  এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব  , দেশের সকল ধর্ম,বর্ণের মানুষের মানবিক একটি বাংলাদেশ গড়ে তুলতে। এটিই ছিল  স্বাধীনতা স্বপ্ন । সেই স্বপ্ন নস্যাৎ করতে বাকশাল কায়েম করা হয়। বাকসাল গঠনের মধ্য দিয়ে সকল দলকে সংকুচিত করা হয়।

বাংলাদেশের সকল অর্জন হয়েছে জিয়া পরিবারের শাসনামলে। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার  নেতৃত্বে দেশের মানুষ ভালো ছিলেন,নিরাপদে ছিলেন, শান্তিতে ছিলেন।তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর  ১৭ বছর আবার বাকশাল কায়েম করে, গণতন্ত্রকে হত্যা করে। সকল দলকে নির্বাচনে  আসতে দেয়নি। বিনা ভোটে তারা ক্ষমতা  দখল করে রেখেছিলেন।আগামীতে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা  কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই বাংলাদেশ আবার নিরাপদ বাংলাদেশ হবে, গণতন্ত্রের বাংলাদেশ হবে।তিনি গত  বুধবার (২৬মার্চ) বিকালে সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সারিয়াকান্দি পৌর  বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পান্জাবের  সঞ্চালনায় এতে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালাম,বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,জিয়া শিশু-কিশোর সংগঠনের  সাধারণ সম্পাদক  মোশাররফ হোসেন চৌধুরী,জেলা বিএনপির উপদেষ্টা মাসুদুর রহমান  হিরু মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,জেলা বিএনপি দপ্তর সম্পাদক অ্যাডভোকেট  হুমায়ুন কবির, সোনাতলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

Check Also

সোনাতলা স্টেডিয়াম থেকে পিচ পোড়ানোর মালামাল অপসারণ

বগুড়া সংবাদ : সোনাতলা পৌর এলাকার কামারপাড়া রাস্তা-সহ বিভিন্ন রাস্তা মেরামতের জন্য পিচ পোড়ানোর স্থান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *