
বগুড়া সংবাদ : সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটির উদ্যোগে দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৫ম শ্রেণির ৪৭৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা পরিদর্শন করেন সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি বগুড়া জেলা শাখার সভাপতি আজমল হুদা শেখ, সাংগঠনিক সচিব আমিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক মুকুল, সোনাতলা উপজেলা শাখার সভাপতি জিএম খায়রুল আলম ও কেন্দ্র সচিব শাহাদত জামান-সহ অন্যরা। উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সোনাতলা শাখার সদস্য আব্দুল হান্নান, শরিফুল ইসলাম, রুহুল আমিন ও জিয়াউর রহমান-সহ বিভিন্ন কিন্ডার গার্টেনের পরিচালকরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
