বগুড়া সংবাদ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ধানের শীষের পক্ষে গত বুধবার বিকেলে সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামে ভোট কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মোসলেম উদ্দিন। বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক বাদশা,বিএনপি নেতা গোলাম রব্বানী, কাজী রফিকুল ইসলামের বিশ্বস্ত ব্যক্তি রতন মিয়া,ছাত্রদলের সাবেক নেতা কামরুল ইসলাম বাবু প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজার রহমান, আরিফুল ইসলাম (ইউপি সদস্য), সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জিয়াউর রহমান জিয়া,কৃষকদল নেতা মাসুদুর রহমান আকন্দ ও ফুল মিয়া-সহ অনেকে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
