[caption id="attachment_9930" align="alignnone" width="618"]
কাহালুতে ২”শ অস্বচ্ছল প্রতিব›ন্ধীদের মাঝে
কম্বল বিতরণ করলেন ইউএনও কাওছার হাবীব[/caption]
বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা সমাজসেবা অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে ২”শ অস্বচ্ছল প্রতিব›ন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার মো. আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাশরুবা আলম, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার পি এম রোস্তম আলী, ইউনিয়ন সমাজসেবা কর্মী মোস্তাফিজার রহমান সহ অত্র অফিসের কর্মচারীবৃন্দ ও অস্বচ্ছল প্রতিব›ন্ধীবৃন্দ।