প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৩, ৭:৩৭ এ.এম
বগুড়ার চাঞ্চল্যকার রোহান হত্যা মামলার আসামী পিতা-পুত্র গ্রেফতার
বগুড়া সংবাদঃ বগুড়ার সদরের কুটুরবাড়ি এলাকার আলোচিত সাকিব বাবু ওরফে রোহান চৌধুরী হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- রোহান হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী কুটুরবাড়ি এলাকার মৃত লাল মোহাম্মদ ওরফে লালু মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৫৫) ও তার ছোট ছেলে সাগর মিয়া (২৩)।
বগুড়া সদর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চলাকালে রোহান হত্যা মামলার পলাতক আসামী গিয়াস ও তার ছেলে সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য ধৃত আসামীদ্বয়সহ এজাহার নামীয় অন্যান্য আসামীগণ গত ১১ অক্টোবর পূর্ব শত্রুতার জেরে ধরে ভিকটিম সাকিব বাবু ওরফে রোহান চৌধুরীকে অপহরণ করে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ বগুড়া সদর থানাধীন জয়বাংলা মোড়ে ফেলে রেখে যায়। বগুড়া সদর থানার ইন্সপেক্টর তদন্ত শাহীনুজ্জামান জানান, রোহান হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ