[caption id="attachment_8905" align="alignnone" width="618"]
শাজাহানপুরে মাটি কাটা বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন[/caption]
বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে মৌসুমের শুরুতেই মাটি কাটা বন্ধ রাখতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা ও পুলিশ প্রশাসন। প্রশাসনের কঠোর অবস্থানের পরও দুই একটি স্থানে অবৈধ মাটি ব্যবসায়ীরা গভীর রাতে লুকিয়ে মাটি কাটার চেষ্টা করলেও খবর পাওয়ার সাথে সাথে অভিযান পরিচালনা করছেন প্রশাসন।
এরই ধারাবাহিকতায় গত ১ ডিসেম্বর রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সুজাবাদ এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে আবু শহীদ মুহাম্মদ আজমল হক (৫৩) নামে একজন মাটি ব্যবসায়ীর ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। এসময় থানার ওসি ওয়াদুদ আলম ফোর্সসহ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, শাজাহানপুর উপজেলার সুজাবাদ নামক স্থানে বেআইনিভাবে কৃষি জমির উপরিভাগ বানিজ্যিক উদ্দেশ্যে কর্তনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি ব্যবসায়ী আবু শহীদ মুহাম্মদ আজমল হক হাতে নাতে ধৃত হন। উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে মাটি ব্যবসায়ী নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং তার পরিবারের মুচলেকায় তিনি ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন মর্মে লিখিত দিলে তাকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। অর্থদন্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে মাটি ব্যবসায়ী আবু শহীদ মুহাম্মদ আজমল হককে কারাদন্ড হতে অব্যাহতি প্রদান করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ভূমি আইন অমান্য করে কোন অবস্থাতেই মাটি কাটতে দেয়া হবে না সে যেই হোক। সর্বঅবস্থায় বিষয়টি কঠোর নজরদারীতে রাখা হয়েছে।