[caption id="attachment_8897" align="alignnone" width="750"]
পুলিশ কনষ্টেবলের বিরুদ্ধে কুটুরবাড়ীর পলাশের সাংবাদিক সম্মেলন[/caption]
বগুড়া সংবাদ : বগুড়া সদরের কুটুরবাড়ী গ্রামের সাবেদ আলী পাইকাড়ের ছেলে পলাশ মিয়া সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, “গত ১৭ই মে/২০২০ তারিখে দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় পুলিশ কন্সটেবল মোঃ আবিদুর রহমান পারভেজ এর নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী আমার গর্ভবর্তী স্ত্রী জীবন নাহার (২৫) কে নির্মম ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের ব্যাপারে আমি বাদী হইয়া আসামী-মোঃ আবিদুর রহমান, পিতা-মৃত ইজার আলী, সাং-কুটুরবাড়ী, থানা ও জেলা-বগুড়া সহ তাহার সহযোগী মোঃ বিপ্লব, মোঃ কনক ও মোঃ জহুরুপদের বিরুদ্ধে গত ইং ১৮/০৫/২০২৩ তারিখে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করি। যাহার নং জি,আর-৪৭৭/২০২৩ (সদর), উক্ত হত্যা মামলায় পুলিশ কং মোঃ আবিদুর রহমান পারভেজ গ্রেপ্তার হইয়া ০৮(আট) মাস হাজত বাসের পর জামিন প্রাপ্ত হইয়া তাহার বিরুদ্ধে দাখিলী বিভাগীয় মামলা সহ উল্লেখিত হত্যা মামলা উঠাইয়া লওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি ধামকি প্রদান করিয়া আসিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ইং ৩০/১১/২০১৪ তারিখে সকাল অনুমান ১০.০০ টার সময় জয়বাংলা হাটে আমার ছোট ভ্রাতা মোঃ সৈয়দ হাসান সবুজ কে ৪/৫ জন পুলিশ সদস্য মিলিয়া ব্যবসা প্রতিষ্ঠান হইতে সম্পূর্ণ অন্যায় ও বে- আইনীভাবে আটক করিয়া মটর সাইকেলে বল পূর্বক উঠাইয়া নারুলী পুলিশ ফাঁড়িতে লইয়া আসিয়া আমার ভাই সৈয়দ হাসান সবুজ এর হাতে দয়া মোবাইল ফোনে ছবি উঠাইবার কোটি করে। ইতিমধ্যে আমি সংবাদ পাইয়া আমার বোন মোছাঃ সাবিনা ইয়াছমিনকে সংগে নিয়া নারুলী পুলিশ ফাঁড়িতে গিয়া আমার ভাইয়ের খিয়া আমার ভাইকে আটকের কারণ জিজ্ঞাসা করিলে পুলিশ সদস্যগন কোন সদোত্তর না দিয়া রাজনৈতিক মামলায় তাহাকে আটক করা হইয়াছে মর্মে জানাইয়া আমার ভাই সৈয়দ হাসান সবুজকে বগুড়া সদর থানায় প্রেরণ করিয়াছে। আমার ভাই আদৌ কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী নহে কিংবা তাহার বিরুদ্ধে কোথাও কোন রাজনৈতিক মামলা-মোকদ্দমা বা অন্য কোন মামলা মোকদ্দমা নাই। মূলতঃ আমার স্ত্রী হত্যা মামলাটি বিচারাধীন থাকায় শত্রুতা বশতঃ হত্যা মামলার ১ আগামী কং মোঃ আবিদুর রহমান চক্রান্ত ও গড় করিয়া আমাদের পরিবারের সদস্যদের মান মর্যাদা নষ্ট এবং আর্থিক ক্ষতি সাধনের জন্য পুলিশ সদস্যদের ভুল তথ্য প্রদান করিয়া আমাদেরকে হয়রানী মূলক রাজনৈতিক মামলায় ফাঁসাইবার চেষ্টা করিতেছে। এমতাবস্থায় আপনাদের লিখনীর মাধ্যমে দেশের আপামর জনতার আভার্থে আইন শৃংখলা বাহিনী, যৌথ বাহিনী, র্যাব বাহিনী এবং পুলিশ প্রশাসনের নিকট উক্তরুপ হয়রানী ও আমার এবং আমার পরিবারের সদস্যদের জান-মালের নিরাপত্তা ও আর্থিকভাবে ক্ষতির আশংকা হইতে নিস্তার পাইবার জন্য আপনাদের মাধ্যমে আবেদন জানাইতেছি।”