প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১২:০৫ এ.এম
সারিয়াকান্দিতে শয়নঘরে বালুভর্তি ড্রামট্রাক উল্টে পরে ঘুমন্ত এক কৃষক গুরুতর আহত
[caption id="attachment_8787" align="alignnone" width="618"] সারিয়াকান্দিতে শয়নঘরে বালুভর্তি ড্রামট্রাক উল্টে পরে ঘুমন্ত এক কৃষক গুরুতর আহত[/caption]
বগুড়া সংবাদ,: সারিয়াকান্দিতে গভীররাতে বালুভর্তি ১০ চাকার ড্রামট্রাক শয়ন ঘরের ওপর উল্টে পরে ঘুমন্ত অবস্থায় জহুরুল ইসলাম( ৬৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া বাঁধ ( সারিয়াকান্দি - চন্দনবাইশা) সড়কে এ-দুর্ঘটনা ঘটে। আহত জহুরুল পাইকপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীন সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জহুরুলের পরিবারের অন্য লােকজন বুধবার গাবতলি উপজেলার কিত্তিনে গ্রামে ইসলামি জালসা শুনতে যান। জহুরুল রাতে একাই খাওয়া - দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। রাতে বালুভর্তি ওই ড্রামট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে
তার শয়ন ঘরের ওপর উল্টে পরলে ট্রাকের নিচে তার দু'পা আটকিয়ে যায়।
বিকট শব্দ শুনে আশপাশের লােকজন এগিয়ে গিয়ে জহুরুলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় । খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা একঘন্টা চেষ্টা করে তাকে উদ্ধার করে। পরে মুমূর্ষ অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয় । এঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানাে হয়েছে । এ - ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ