বগুড়া সংবাদ : বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে মেহেদী হাসান হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে সদর থানায় এ মামলা করা হয়। মামলার বাদী নিহতের মা সুখী বেগম। মামলায় আসামি করা হয়েছে ৯জনকে। এদের মধ্যে তিনজন নামীয় বাকি সবাই অজ্ঞাতনামা। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।
মামলার নামীয় আসামিরা হলেন- জহুরুলনগর এলাকার রকি, মতি এবং শাকিল।
এর আগে, শনিবার রাত পৌণে ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজের ভেতর কনসার্টে দেখতে গিয়ে ছুরিকাঘাতে হত্যার শিকার হয় মেহেদী হাসান।
মামলায় উল্লেখ করা হয়, সরকারি আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে যান ছেলে মেহেদী হাসান। এতে পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, ‘মেহেদী হত্যা ঘটনায় নিহতের মা সুখী বেগম সদর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান আছে।’