প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ২:২৫ এ.এম
গলায় ফাঁস দেওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে আতোয়ার মন্ডল (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। আতোয়ার মন্ডল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ের নিমাইদীঘি সরদার পাড়া গ্রামের মৃত তাহের মন্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আতোয়ার মন্ডল। প্রতিদিনের ন্যায় তার স্ত্রীর সাথে সকালে খাবার খেয়ে কাজে বেড় হতেন। বুধবার সকালে শারিরিক অসুস্থতার কারনে বাড়িতে শুয়ে ছিলেন আতোয়ার। এই সময়ে তার স্ত্রী পাশে বাড়িতে একটি কাজে যান। কিছুক্ষণ পর তার স্ত্রী বাড়িতে এসে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর ভিতর থেকে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতা নেন। এ সময় দরজা ভেঙে ফেলার পর তার স্ত্রী দেখতে পান নিজ ঘরে তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। এমন অবস্থায় তাকে উদ্ধারের পর দেখা যায় তিনি মৃত্যুবরণ করেছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ