[caption id="attachment_8479" align="alignnone" width="618"] আগামী জাতীয় নির্বাচন হবে কঠিন এবং চ্যালেঞ্জিং নির্বাচন
তাই সকল দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে
----সাবেক এম পি মোশারফ হোসেন[/caption]
বগুড়া সংবাদ : জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে কঠিন এবং চ্যালেঞ্জিং নির্বাচন তাই সকল দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে সংগঠনকে আরও সু-সংগঠিত ও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছর যারা হামলা-মামলা হয়রানি ও গ্রেফতারী উপেক্ষা করে জনগনের ভোটের অধিকার আদায়ের অন্দোলন করেছেন, দলের জন্য কাজ করেছেন, তারই দলের নিবেদিত প্রাণ, সেই সকল নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে হবে।
বৃহস্পতিবার রাতে বগুড়ার কাহালুর জয়তুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে জয়তুল গ্রাম কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
গ্রাম কমিটি গঠন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু সদর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
কাহালু সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান এর সঞ্চালনায় উক্ত গ্রাম কমিটি গঠন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান, ফরিদ উদ্দিন ফকির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলাদলনেত্রী ও কাহালু উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাঈদ সুলতান সজিব, বিএনপি জয়তুল গ্রাম কমিটির সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ, কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, যুগ্ম আহবায়ক তানভির আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কাহালু পৌর ছাত্রদলের সভাপতি ফাহিম আহম্মেদ রাসেল।
উক্ত গ্রাম কমিটি গঠন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা/পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে আলহাজ্ব মো.বায়জীদ হোসেন (পলাশ)কে সভাপতি, মো. আমিনুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মো. সাব্বির আহম্মেদকে সাধারণ সম্পাদক ও নাজমুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩”শ সদস্য বিশিষ্ট জয়তুল গ্রাম কমিটি গঠন করা হয়েছে।