[caption id="attachment_8466" align="alignnone" width="168"] সোনাতলায় প্রতিপক্ষের আঘাতে আহত রিমন হোসেন[/caption]
বগুড়া সংবাদ : সোনাতলায় প্রতিপক্ষের আঘাতে মা রেহেনা বেগম (৫৫) ও কলেজ পড়–য়া ছেলে রিমন হোসেন (২০) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা দেড়টার দিকে ঘটেছে। উপজেলাধীন মিলনেরপাড়া গ্রামের শহিদুল ইসলাম মন্ডলের ছেলে রিমন হোসেন ওই দিন দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে পাকুল্লা বাজারের দিকে যাচ্ছিল। যাবার পথে একই গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের ছেলে মুঞ্জুরুল ইসলাম ও বাটালু মিয়া তাদের বাড়ির সামনে রাস্তায় একা পেয়ে পূর্ব শত্রæতার জেরে রিমন হোসেনকে পাইপ ও রাম দা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তখন রিমন হোসেন চিৎকার দিলে তার চিৎকারে মা রেহেনা বেগম এগিয়ে এলে তাকে টানা হেঁচড়া করে গলা থেকে ৫৫ হাজার টাকা মূল্যের আটআনা সোনার চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়। যাবার সময় রিমন হোসেন ও তার মাকে প্রাণ নাশের হুমকি দেয়। রিমন হোসেন ও রেহেনা বেগমকে হত্যার উদ্দেশ্যে আহত করা হয়েছে বলে রিমনের চাচা শফিকুল ইসলাম জানান। এ ব্যাপারে মুঞ্জুরুল ইসলাম ও বাটালু মিয়ার বিরুদ্ধে শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। থানার ওসি মিলাদুন নবী এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।