[caption id="attachment_8395" align="alignnone" width="618"] কাহালুতে বিনামুল্যে সার
ও বীজ বিতরনের উদ্বোধন[/caption]
বগুড়া সংবাদ: ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার কাহালু উপজেলার ৪ হাজার ৩”শ ৯০ জন চাষিকে দেওয়া হচ্ছে কৃষি প্রণোদনা।
সোমবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সরকারি প্রণোদনার বিনামুল্যে সার ও বীজ বিতরনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।
উক্ত সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা, মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, অতিরিক্ত কৃষি অফিসার মো. মীর কাশিম আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তানভির হাসান, উপ-সহকারি কৃষি জাহিদুর রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও কৃষক-কৃষিণীবৃন্দ।
সরকারি প্রণোদনার বিনামুল্যে সার ও বীজ বিতরনের পূর্বে জাতীয় ঈঁদুর নিধন অভিযান/২৪ইং এর উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা পরিষদ থেকে এক র্যালী বের করা হয়।
সংশ্লিষ্ট সুত্রমতে চাষিরা প্রতি বিঘা গম চাষের জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি পাচ্ছেন। বিঘাপ্রতি ভুট্টা চাষে ২ কেজি ভুট্টা বীজ ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি। সরিষাচাষে বিঘাপ্রতি ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি। মুগ ও মসুরচাষে বিঘাপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি পাবে তালিকা ভুক্ত চাষিরা।