প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ২:১৮ এ.এম
আদমদীঘিতে স্বামী-স্ত্রীসহ তিন প্রতারক গ্রেপ্তার; চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার
[caption id="attachment_8152" align="alignnone" width="870"] আদমদীঘিতে স্বামী-স্ত্রীসহ তিন প্রতারক গ্রেপ্তার; চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার[/caption]
বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার এবং স্বামী-স্ত্রীসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে বগুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের তিব্বতের মোড় এলাকা থেকে গাড়িটি উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁ সদর উপজেলার এনায়েতপুর ইকড়কুড়ি গ্রামের মামুন সরদারের ছেলে সালমান সরদার (২৮), তার স্ত্রী রিতা খাতুন (৩০) ও আদমদীঘির পুসিন্দা মৃধা পাড়ার সাজেদুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মৃদুল (১৯)।
এ ব্যাপারে আদমদীঘি থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর দুপুরে নওগাঁ সদর উপজেলার চাকলা গ্রামের ব্যাটারী চালিত অটোরিকশা চালক আলামিন দেওয়ান যাত্রী নিয়ে আদমদীঘি বাজারে আসেন। এরপর যাত্রী নেমে দিয়ে রিতা খাতুনের সাথে তার দেখা হয়। রিতার বাবার বাড়ি আর তার বাড়ি একই গ্রামে হওয়ায় তারা পূর্ব পরিচিত। এ সময় রিতা তাকে নানা প্রলোভন দেখিয়ে উপজেলার শিয়ালশন গ্রামে তার ভাড়া বাসায় নিয়ে যায়। এরপর ওৎ পেতে থাকা রিতার স্বামী সালমান সরদার ও মোস্তাফিজুর রহমান মৃদুল সহ আরও কয়েকজন ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে কিলঘুষি ও চর থাপ্পর মারা শুরু করে। এক পর্যায়ে মৃদুল তাকে নিয়ে আদমদীঘি থানা রোডের রিয়নের গলি নিয়ে যায় এবং তাকে হ্যান্ডকাপ লাগানোর ভয়ভীতি দেখায়। সেই সুযোগে সালমান ও তার স্ত্রী রিতা তার অটোরিকশাটি নিয়ে বগুড়ার উদ্দেশ্যে পালিয়ে যায়। এরপর রোববার রাত সাড়ে ১০টায় বগুড়া পৌর শহরের তিব্বতের মোড় নামক জায়গা থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারসহ উল্লেখিত তিন আসামীদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ