প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ৭:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ১:৫০ পি.এম
সান্তাহারে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার- ২
[caption id="attachment_7587" align="alignnone" width="937"] সান্তাহারে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার- ২[/caption]
বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের কাকন হালদারের ছেলে মেকার সজিব হালদার (২৭) এবং একই গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে নয়ন মিয়া (৩০)। গতকাল মঙ্গলবার সকালে সান্তাহার যোগীপুকুর মহল্লায় সজিব হালদারের মোটরসাইকেল মেকারের দোকান থেকে তাদের গ্রেপ্তার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা যায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা তিয়রপাড়া এলাকা রেজাউল করিমের বাসার সামনে তার ব্যবহৃত রোড মাস্টার ১০০ সিসি মোটরসাইকেলটি রেখে বাসার ভিতর কিছু সময় কাজ করে বাহিরে এসে দেখে আর মোটরসাইকেল নেই। কে বা কাহারা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় রেজাউল করিম থানায় মামলা দায়ের করলে আদমদীঘি থানা পুশিল তথ্য প্রযুক্তি মাধ্যমে গতকাল মঙ্গলবার সকালে যোগীপুকুর এলাকায় সজিব হালদারের মোটরসাইকেল মেকারের দোকান থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও তাদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুুুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ