[caption id="attachment_746" align="alignnone" width="1334"] কাহালুতে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননে
ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছেন ইউএনও[/caption]
বগুড়া সংবাদ ঃ বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করা বা অনুমোদন ছাড়া মাটি দিয়ে ভরাট করা এর বিরুদ্ধে উপজেলা প্রশাসননিয়মিত ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছেন। গত শনিবার ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় শিকড় গ্রামে এক ব্যক্তির ১ লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা পুলিশের সদস্যবৃন্দ ও আনসার বাহিনী। এ ব্যাপারে এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহিঅফিসার মোছা. মেরিনা আফরোজ এর সাথে কথা বলা হলে তিনি জানান, ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও নাগর নদীতে বালু উত্তোলন এর বিরুদ্ধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রখেছে। তিনি আরও জানান, ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও নাগর নদীতে বালু উত্তোলন এর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় লোকজনের সহায়তা সবসময় অবশ্যই প্রয়োজন।