[caption id="attachment_7400" align="alignnone" width="618"] বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের যারা দায়িত্ব পেলেন[/caption]
বগুড়া সংবাদ: বগুড়া পৌরসভায় ২১টি ওয়ার্ডের কার্যক্রম পরিচালনার জন্য আটজনকে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ সই করা অফিস আদেশে এ তথ্য জানা গেছে। আটজনকে দায়িত্ব পালনে সহায়তা করতে প্রতি ওয়ার্ডে একজন করে সহকারীকেও দায়িত্ব দেয়া হয়েছে। বগুড়া পৌরসভার ১, ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজয়ান হোসেন, ২ ৩ এবং ১৮ নম্বর ওয়ার্ডে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তাজিমা আখতার, ৬, ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডে ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন, ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডে ডিপিএএইচই নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, ১২ ও ২১ নম্বর ওয়ার্ডে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলী, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে ডিএই উপ-পরিচালক মতলুবর রহমান, ১৫, ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুছ হোসেন বিশ্বাসকে দায়িত্ব দেয়া হয়েছে। ফিস আদেশে উল্লেখ করা হয়, পৌরসভা কার্য বিধিমালা-২০১২ এর বিধি ৫(২) অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকগণের প্রত্যয়ন/সনদ সমূহে স্বাক্ষরের জন্য দায়িত্ব/ক্ষমতা অর্পন করা হলো। এই আদেশ ৯ অক্টোবর থেকেই কার্যকর হবে।