[caption id="attachment_742" align="alignnone" width="1000"]
বগুড়ায় শেখ রাসেল অ-১৮ জাতীয় ক্রিকেট
টুর্ণামেন্টের উদ্বোধন[/caption]
বগুড়া সংবাদ ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, বগুড়ার ব্যবস্থাপনায় শেখ কামাল অ-১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্টে ২০২৩-২৪ এর উদ্ভোধন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ৯টায় শহীদ চান্দু স্টেডিয়ামে সারা বাংলাদেশের ৩টি ভেন্যুতে এক যোগে এই টুর্ণামেন্টের উদ্ভোধন হয়েছে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থা, বগুড়া’র সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান মিলন সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ, গেম ডেভেলপমেন্ট, বিসিবি জাভেদ ইসলাম তাপস। আরো উপস্থিত ছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। বগুড়া ভেন্যুতে অংশগ্রহণ করছে রংপুর বিভাগ বনাম বিকেএসপি। টসে হেরে বিকেএসপি প্রথম ব্যাট করে ৪৯ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৮৫ রান করে।