[caption id="attachment_7376" align="alignnone" width="618"] কাহালুতে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ[/caption]
বগুড়া সংবাদ: মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কাবাডি খেলায় জামগ্রাম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমীন।
সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতদরণ করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, কাহালু সরকারি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক, নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খান ফিরোজ, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, কালীপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, কর্ণিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম আলী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ।