[caption id="attachment_7340" align="alignnone" width="750"] বগুড়ায় শহীদ আবরা’র ফাহাদের স্মরণ সভায়[/caption]
বগুড়া সংবাদ : ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বানের মধ্যদিযে বগুড়ায় শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে শহরের জিরোপয়েন্ট ঐতিহাসি সাতমাথায় বৈষম্যবিরোধী মুক্তমঞ্চে শহীদ আবারর ফাদ এর স্মরণ সভা আয়োজন করে শহীদ আবরার ফাহাদ স্মৃতি সংসদ, বগুড়া। আবরার ফাহাদ স্মৃতি সংসদ, বগুড়া’র আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহিত তাকি’র সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব, বিশিষ্ট সাংবাদিক সবুর শাহ লোটাস। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক চাত্রনেতা ও সরকারি আজিজুল হক কলেজ চাত্র সংসদের সাবেক কমনরুম সম্পাদক মাহফুজুল হক মোল্লা। আবরার ফাহাদ স্মৃতি সংসদ, বগুড়া’র সদস্য সচিব এ. এম. জেড. শাহরিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক সাকিব মাহাদী, সাব্বির আহমেদ শাকিল, আবরার ফাহাদ স্মৃতি সংসদ, বগুড়া’র যুগ্ম আহবায়ক মিদুল হোসেন, জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিমু প্রমূখ।
বক্তারা বলেন, শহীদ আবরার ফাহাদ একজন ঈমানদার দেশপ্রেমিক ছিলেন। বাংলাদেশের মানচিত্র এবং পতাকাকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন বলেই লাল-সবুজের পাতাকার ওপর ভারতীয় শকুনের আগ্রাসনের প্রতিবাদ করেছিলেন। সেদিন আবরার ফাহাদের এই প্রতিবাদ ভারতের এ দেশীয় সেবাদাস আওয়ামী সরকারের পোষা ছাত্রলীগের গুন্ডারা মেনে নিতে পারেনি। তারা নির্মম ভাবে পিটিয়ে তাকে হত্যা করে। ওরা এক আবরার ফাহাদকে হত্যা করে এদেশ থেকে ভারতবিরোধী চেতনাকে নি:শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু দুই হাজার চব্বিশে এসে শহীদ আবরার ফাহাদের সাথীরা আওয়ামী ফ্যাসিবাদের দোসরকে দেশ থেকে বিতাড়িত করে ভাই হত্যার প্রতিশোধ নিয়েছে। বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদের নারী দেশ ছেড়ে পালিয়ে গেলেও আজো তার দোসররা সমাজের প্রতিটি স্তরে ঘাপটি মেরে আছে। তারা সুযোগ পেলেই ছোবল মারবে। এজন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে প্রয়োজনে আবরার ফাহাদের মত জীবন উৎসর্গ করতে হবে।