[caption id="attachment_7212" align="alignnone" width="618"] দলের দুঃসময়ে পরীক্ষিত ও ত্যাগী
নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে
--সাবেক এম পি মোশারফ হোসেন[/caption]
বগুড়া সংবাদ : জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেছেন, দলের দুঃসময়ে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। সেই সঙ্গে আগামীতে দলের যেসব কমিটি হবে, সেখানে ওইসব নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের তাগিদ দেন তিনি। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতাকর্মীদের নামে রাজনৈতিক হয়রানি মূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানান। আগামীতে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভূলে গিয়ে সাধারণ জনগনকে বিএনপির পতাকাতলে নিয়ে এসে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত¡ আহবান জানান তিনি।
গত বুধবার সন্ধ্যায় বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়নের বাথই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গ্রাম কমিটি ও অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
গ্রাম কমিটি ও অলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির সদস্য ওয়ালেদ হোসেন জুয়েল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র মো. ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, নারহট্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এ কে এম রায়হান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারহট্র ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি যাহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।