প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ১২:৩৫ এ.এম
স্ব-পরিবারে পুড়িয়ে হত্যা চেষ্টা আত্রাইয়ে বাড়ীর চর্তুর দিকে পাটকাটির বোঝা বেঁধে আগুন দেয়ার অভিযোগ
[caption id="attachment_7209" align="alignnone" width="618"] স্ব-পরিবারে পুড়িয়ে হত্যা চেষ্টা
আত্রাইয়ে বাড়ীর চর্তুর দিকে পাটকাটির বোঝা বেঁধে আগুন দেয়ার অভিযোগ[/caption]
বগুড়া সংবাদ :নওগাঁর আত্রাইয়ে বসত বাড়ীর চর্তুর দিকে পাটকাঠির বোঝা বেঁধে আগুন ধরে দিয়ে স্ব-পরিবারে হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে। আগুন দেয়ার আগে বাড়ীর দরজার বাহিরে ছিকল তুলে দেয় দুবৃত্তরা। আগুনে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। বুধবার গভীর রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌড়বাড়ী গ্রামের মৃত্যু শহর আলীর ছেলে শাহাজাহান আলীর বাড়ীতে এঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শাহাজাহান আলী জানান,বুধবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পরি। গভীর রাতে কে বা কাহারা বসত বাড়ীর চর্তুর দিকে টিনের চালার সাথে প্রায় ৮/৯টি স্থানে পাটকাঠির বোঝা বেঁধে ঝুলিয়ে দিয়ে আগুন ধরে দেয়। তিনি জানান,আগুন দেয়ার আগে দুর্বৃত্তরা বাড়ীর দরজার বাহীর থেকে ছিকল আটকিয়ে দেয়। পরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশির লোকজন এসে বাড়ীর দরজার ছিকল খুলে দেয়। এসময় গ্রামবাসীর সহায়তায় আগুন নিভানো হয়। তার পরেও রান্না ঘরসহ প্রায় অর্ধলক্ষ টাকার আসবাবপত্র পুরে যায়। তিনি দাবি করে জানান,আমাদেরকে স্ব-পরিবারে হত্যা করতেই এমন পরিকল্পীতভাবে বাড়ীর দরজার বাহিরে থেকে ছিকল আটকে দিয়ে আগুন দিয়েছে। তিনি আরো জানান, প্রতিবেশিদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। এছাড়া আর কারো সাথে কোন বিরোধ নেই। জায়গা জমির বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন শাহাজাহান আলী। তবে ঘটনার সাথে যেই জরিত থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবদ্দীন বলেন,খরব পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ