প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ১১:৫৮ পি.এম
সান্তাহারে যুবদল কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায়, গ্রেপ্তার- ২
[caption id="attachment_7190" align="alignnone" width="769"] সান্তাহারে যুবদল কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায়, গ্রেপ্তার- ২[/caption]
বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নিপেনদ্রেনাথ মণ্ডলের ছেলে পরিমল মণ্ডল (৪৮), একই ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের সভাপতি ও নাজির খানের ছেলে নূরে আলম হীরা (৩১)। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, গত ১৯ আগষ্ট সোমবার রাতে পৌর শহরের ৪নং ওয়ার্ডের তিয়রপাড়া মোড় নামক স্থানে যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২১ আগষ্ট) রাতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আসিক বাদী হয়ে থানায় ৭৭জনের নাম সহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রথবাড়ি নিজ বাসভবন থেকে দুই নেতা পরিমল মণ্ডল ও নূরে আলম হীরাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ
মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়। বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ