শেরপুর (বগুড়া) প্রতিনিধি
দলের দুঃসময়ে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ। সেইসঙ্গে আগামিতে দলের যেসব কমিটি হবে, সেখানে ওইসব নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের তাগিদ দেন তিনি। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের কর্মীসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শহরের স্থানীয় খেজুরতলাস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত ওই সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা মামুনুর রশিদ আপেল, সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, সমবায় দলের নেতা রনি সরকার, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় সমবায় দলের উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। মুশফিকুর রহমান পলাশকে সভাপতি ও মারুফ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া কমিটির অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি জাহেদুর রহমান মকুল, যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, মো. নাজির উদ্দিন, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল বাছেদ, সহ-সাংগঠনিক পদে জাহেদুল হক, শামস্ বাবু, খলিলুর রহমান, টিএম জাহাঙ্গীর আলম, আসিফ মাহমুদ ও মারুফ আহমেদ। আগামি চার মাসের মধ্যে উপজেলার পুর্ণাঙ্গ কমিটি করার পাশাপাপৌর শাখাসহ দশটি ইউনিয়নে কমিটি গঠনের নির্দেশ দেন দলের নেতারা।