[caption id="attachment_6954" align="alignnone" width="960"] শেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত[/caption]
বগুড়া সংবাদ:বগুড়ার শেরপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্থানীয় বাস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি মোকাল্লেম হোসেন ওসমানির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ। তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়তে অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, স্বৈরাচারি শেখ হাসিনার শাসন আমলে দেশ রসাতলে নিমজ্জিত হয়েছে। তার পনের বছরের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। এছাড়া রাস্ট্রযন্ত্রের সব কাঠামো পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় দেশের আর্থিক সেক্টরে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করা হয়। ব্যাংকের টাকা লোপাট করে বিদেশে পাচার করেন স্বৈরাচারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের লোকজন। ফলে অর্থনীতির অবস্থা খুবই নাজুক। এমন পরিস্থিতিতে সুখি-সমৃদ্ধশালী দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সব নাগরিককে কাজ করার আহবান জানান তিনি। গণসমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মতিন, ইসলামী আন্দোলনের বগুড়া শাখার উপদেষ্টা ইউনুস আলী, সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, দপ্তর সম্পাদক শাহজাহান তালুকদার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ শাহজালাল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি হেদায়েতুল্লাহ, শেরপুর শাহী জামে মসজিদের খতিব মুফতি আব্দুল আওয়াল, স্থানীয় ইসলামী আন্দোনের নেতা মো. ইমরান কামাল প্রমুখ বক্তব্য রাখেন। বিশাল ওই গণসমাবেশের সব বক্তারাই ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।