প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৪, ৯:২৩ পি.এম
শিক্ষার্থীদের সঠিক শিক্ষা গ্রহন করে দেশ গড়ায় অংশ নিতে হবে-এসপি সুদীপ
[caption id="attachment_697" align="alignnone" width="960"] শিক্ষার্থীদের সঠিক শিক্ষা গ্রহন করে দেশ গড়ায় অংশ নিতে হবে-এসপি সুদীপ[/caption]
বগুড়া সংবাদ ঃ আজ বৃহস্পতিবারসকাল ১১টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম বলেন, শিক্ষার্থীদের সঠিক শিক্ষা গ্রহন করে দেশ গড়ায় অংশ নিতে হবে। আমাদের সকলকে এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বিজয়ের মান অক্ষুন্ন রাখতে একহয়ে থাকতে হবে। যাতে পরাজিত শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। স্বাধীন বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। এই বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হচ্ছে। সমাজের সকল বিত্তবানদের এতিম, দুস্থ, অসহায়দের পাশে দাঁড়ানো দরকার। যাতে করে শীতের কষ্ঠ আমরা সকলে ভাগ করে নিয়ে দেশ ও সমাজের জন্য কিছু করতে পারি।
শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন, আব্দুর রহমান, সোনার উদ্দিন, আল আমিন প্রমুখ।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ