[caption id="attachment_6724" align="alignnone" width="770"] আ.লীগ সরকারের সময় আ.লীগের নেতৃবৃন্দের কথয়া কর্ণপাত না করে
নির্বাচন সুষ্টু করে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন
বর্তমান নাটোরের ভারপ্রাপ্ত ডিসি মাছুদুর রহমান[/caption]
বগুড়া সংবাদ: মো. মাছুদুর রহমান বর্তমানে নাটোর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নাটোর জেলা পরিষদের প্রশাসক, প্রধান কর্মকর্তা, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক।
গত ২০১৯ সালের ২১ মে বগুড়ার কাহালু উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করেন। তিনি কাহালু উপজেলায় যোগদানের পর থেকে সকলকে নিজের আপন ভেবে কাজ করে গেছেন এবং সেটা সবার চোখেও পড়েছিল। দীর্ঘ এই মানবতার ক্ষেত্রে চুল পরিমাণ ঘাটতি রাখেননি ওই ইউএনও। সরকারি রুটিন ওয়ার্কে থেকেও সাধারণ মানুষের মন জয় করা একজন মাননিক উপজেলা নির্বাহি অফিসার ছিলেন মো. মাছুদুর রহমান। তিনি সরকারি সেবা জনসাধারণের দুয়ারে পেীঁছিয়ে দিতে নিজেকে আতœ-নিয়োগ করেছিলেন। তিনি ৩ বছর ১ মাস ১ দিনে তার কর্মের দ্বারা কাহালু উপজেলার সবস্তরের মানুষের মন জয় করেছিলেন।
বিশেষ করে বৈশ্বিক মহামারিতে রুপ নেওয়া মরণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান দায়িত্বশীল কর্ম তৎপরতা, দ্রব্যমূল্যের কৃক্রিম সংকট ও উর্ধ্বগতি নিয়ন্ত্রণ উপজেলার সর্বমহলে প্রশংসিত হয়ে উঠেছিলেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টি, বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দ্রব্যমূল্যের কৃক্রিম সংকট ও উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিগত বছরের তুলনায় হাট-বাজার, জলমহাল ইজারার সরকারি রাজস্ব আয় আদায় প্রায় দ্বিগুন এবং ভূমি হতে সরকারি রাজস্ব আয় আদায় দ্বিগুন তিনি সহ তার পরিবারের সদস্যরাও করোনায়ও অক্রান্ত হয়েছিলেন।
শুধু তাই নয়, আওয়ামীলীগ সরকারের সময় আওয়ামীলীগের নেতৃবৃন্দের কথায় কর্ণপাত না করে কাহালু পৌরসভা ও উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বচন অবাধ ও সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করেছিলেন তিনি।
অবাধ ও সুষ্টু ভাবে নির্বাচন করায় কাহালু পৌরসভার পরপর দু’বারে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজের নৌকা মার্কা প্রতিক হরিয়ে বিএনপির ধানের শীষ মার্কা প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল মান্নান বিজয়ী হয়েছিলেন।
এছাড়াও বগুড়া পৌরসভার ১টি ওয়ার্ড, সান্তাহার পৌরসভার ১টি ওয়ার্ড, আদমদীঘি উপজেলার ১টি ইউনিয়ন পরিষদ, শিবগঞ্জ উপজেলার ১টি ইউনিয়ন পরিষদ, সারিয়াকান্দি উপজেলার ১টি ইউনিয়ন পরিষদ, শাহাজানপুর উপজেলার ১টি ইউনিয়ন পরিষদ, গাবতলী উপজেলার ১টি ইউনিয়ন পরিষদ, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট হিসেবে নির্বাচন অবাধ ও সুষ্টু ভাবে সম্পন্ন করেছিলেন তিনি।
কাহালুর একাধিক জনপ্রতিনিধিরা জানান, উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান কাহালুতে যোগদানের পর থেকেই জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দিনে রাতে কাহালু উপজেলাবাসীর জন্য নিবেদিতপ্রাণ হয়ে করে গেছেন। এমন নিষ্ঠাবান-কর্মঠ ও মানবিক গুণাবলী সম্পন্ন ইউএনও অতীতে আমরা খুব কম পেয়েছি ভবিষ্যৎ পাব কি-না আমাদের সন্দেহ আছে।
২০২২ সালের ৩ জুলাই কাহালু উপজেলা থেকে তিনি স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারি সচিব হিসেবে যোগদান করেন।
২০২৩ সালের ৪ এপ্রিল তিনি স্বরাষ্ট মন্ত্রণালয়ে হতে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। যোগদানের পরে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আওয়ামীলীগ সরকারের সময় সততা ও নিষ্ঠার সাথে চাকুরী করে যে কোন নির্বাচন অবাধ ও সুষ্টু ভাবে সম্পন্ন করা যায় তার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বর্তমান নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমান।