প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ১:১০ এ.এম
আদমদীঘিতে বাসের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত বাসের চাপায় পিষ্ট হয়ে নাহিদ মন্ডল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে আদমদীঘি ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ মন্ডল দুপচাঁচিয়া উপজেলার কুড়াহার গ্রামের হাফিজার মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে নাহিদ মন্ডল নওগাঁ থেকে দুপচাঁচিয়া নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পরিবারের লোকজনের সঙ্গে কোন একটি বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। এক পর্যায়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে ঢাকা গামী একটি অজ্ঞাত বাসের সামনে স্বেচ্ছায় দাঁড়িয়ে পড়লে চাপায় পিষ্ট হয়ে মারা যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে। এরপর পুলিশে খবর দেন স্থানীয়রা।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ