বগুড়া সংবাদ: মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা সাংবাদিক ফোরামের কার্যালয়ে বসতবাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে জোরপূর্বক রাস্তা তৈরি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন উপজেলার নারহট্র ইউনিয়নের শিকড় খামারপাড়া গ্রামের মৃত মৃত মোঃ ছাদেক আলী মুন্সি পুত্র (অবসর প্রাপ্ত সেনা সদস্য) মো, ওবায়দুর রহমান। তিনি লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, উপজেলার শিকড় খামারপাড়া গ্রামের মৃত হারেজ উদ্দিনের পুত্র জালাল উদ্দিন, মৃত হবিবর
রহমানের পুত্র নজরুল ইসলাম (বাবুল) (জামায়াতে ইসলামী নারহট্ট শাখার রোকন), জালাল উদ্দিনের পুত্র জাকারিয় ও ধলু মিয়ার পুত্র সোহান তারা কিছুদিন যাবত বিভিন্ন ভাবে পায়তারা করিয়া আসিতেছে ও আমাদের উপর অন্যায় অত্যাচার সহ মিথ্যা মামলা দিয়া হয়রানি করিয়া আসছে। এমতাবস্থায় মঙ্গলবার সকালে আমাদের বসতবাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে জোরপূর্বক রাস্তা তৈরী করার জন্য তারা হাতে ধারালো অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় আমাদের বাড়ীর
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে এবং আমাদেরকে মারপিট করার চেষ্টা করে। যা গ্রামের লোকজন প্রত্যক্ষ ভাবে দেখিয়াছে। তিনি আরও উল্লেখ করেন নজরুল ইসলাম (বাবুল) নারহট্ট ইউনিয়ন জামায়াতে ইসলামীর রোকন হিসেবে দায়িত্ব পালন করায় সে লোকজনের সম্মুখে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করিয়া উচ্চস্বরে বলে যে, বর্তমানে জামায়াতের দেশ। আমরা যা খুশি তাই করবো। এই বলিয়া তারা আমাদেরকে উদ্দেশ্য করে হত্যার হুমকি প্রদান করে।
সংবাদ সম্মেলনে মাধ্যমে তিনি প্রশাসনের নিকট ন্যায় বিচার প্রার্থনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান বড় ভাই ওয়াজেদ আলী ও ছোট ভাই আব্দুল ওহাব । জামায়াতে ইসলামী নারহট্ট শাখার রোকন নজরুল ইসলাম (বাবুল) এর
সাথে কথা বলা হলে তিনি বসতবাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার কথা স্বীকার করে জানান, দীর্ঘদিনের পুরাতন রাস্তা ওবায়দুর রহমান তার ভাইয়েরা বন্ধ করে রেখেছিলেন। হত্যার হুমকি ব্যাপারটি তিনি অস্বীকার করেন।