[caption id="attachment_6160" align="alignnone" width="618"] বগুড়ায় দর্জি শ্রমিক হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা[/caption]
বগুড়া সংবাদ : বগুড়ায় দর্জি শ্রমিক শিমুল সরদার নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ দলীয় ১৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে শিমুল সরদারের স্ত্রী শিমু বেগম বগুড়া সদর থানায় এ মামলা করেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও ৩০০/৪০০ জনকে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় মোট ৬টি মামলা দায়ের হলো। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় আরও পাঁচটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে চারটি হত্যা এবং একটি হত্যাচেষ্টার রয়েছে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ৪ আগষ্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিমুল। নিহত শিমুল শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার দর্জি শ্রমিক ছিলেন।