প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৪, ১২:৪৫ এ.এম
সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ২
[caption id="attachment_6001" align="alignnone" width="766"] সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ২[/caption]
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের বগুড়া আদালত পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুরের পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের শফিকের ছেলে আব্দুল কাদের (৩৬) ও একই গ্রামের রহমত আলীর মেয়ে সুমা আক্তার (২৫)।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোক্তার হোসেন জানান, রোববার দুপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে দুই মাদক ব্যবসায়ী যাত্রী সেজে ফেনসিডিল বহন করে কোথাও যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের ‘ছ’ বগিতে তল্লাশি করে ১৬৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের নামে মাদক আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ