[caption id="attachment_597" align="alignnone" width="1572"] বগুড়ার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা[/caption]
বগুড়া সংবাদ : বগুড়া-৬ (সদর) আসনে অন্তত ৭টি ভোট কেন্দ্রের বাহিরে হাতবোমার বিষ্ফোরণ ঘটেছে। তবে এইসব ঘটনায় কেউ আহত হয়নি। শনিবার সন্ধ্যার পর থেকে বিষ্ফোরণের ঘটনাগুলো ঘটে। বগুড়া-৬ আসনে বগুড়া ভান্ডারি স্কুল ভোট কেন্দ্র, আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে,সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন ভোট কেন্দ্র, করনেশন ইন্সটিটিউশন ভোট কেন্দ্র, এরুলিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, তাপসি রাবেয়া ভোট কেন্দ্র ও নিশিন্দারা স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রের বাহিরে হাত বোমার বিষ্ফোরণ ঘটে। কেন্দ্রগুলোর দায়িত্বরত প্রিজাইডিং অফিসার বিষয়গুলো নিশ্চিত করেছেন৷ এছাড়া শহরের বিভিন্ন স্থানে হাতবোমার বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাত ১০ টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় একটি হাতবোমার বিষ্ফোরণ ঘটে। এছাড়াও বগুড়া রেল স্টেশনের প্রবেশ মুখে দুইটি, বিআরটিসি বাস ডিপোর সামনে একটি হাতবোমার বিষ্ফোরণ ঘটে। একই সময়ে বড়গোলা টিনপট্টি এলাকায় একটি পান বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ত্রিপল পুড়ে যায়৷ স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে। বগুড়া ভান্ডারি স্কুলের প্রিজাইডিং অফিসার গোলাম মুর্শেদ বলেন, কেন্দ্রের বাহিরে দুর্বৃত্তরা বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়৷ আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করা আছে৷
এছাড়াও বগুড়া-৭ আসনে গাবতলীর পৌর এলাকায় অন্তত ১০ টি স্থানে হাতবোমার বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা৷