[caption id="attachment_5696" align="alignnone" width="618"] বাহিরের অপারেশন শুরু
কাহালু থানা পরিদর্শন করলেন সেনা
বাহিনীর জিওসি, ডিসি ও এস পি[/caption]
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা সঠিক ভাবে থানার কার্যক্রম পরিচালনা করায় কোটা আন্দোলনকারীদের আন্দোলনের সময় থানার হামলা, ভাংচুর তো দূরের কথা কেউ একটা ইট-পাটকেল পর্য়ন্ত ছুঁড়েনি। থানার কার্যক্রম ছিল স্বাভাবিক কিন্তু পুলিশ থানার বাইরে কোন অপারেশনে যাননি।
শনিবার বেলা ১১ টার কাহালু থানা পরিদর্শনে আসেন বগুড়া ১১ পদাতিক সেনাবাহিনীর জিওসি খালেদ আল মামুন, বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, বগুড়া জেলা পুলিশ সুপার জাকির হাসান, র্যাব-১২ কোম্পানীর কোম্পানী কমান্ডার (এস পি) মীর মনির হোসেন, কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম সহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার-ভিডিপি এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বগুড়া ১১ পদাতিক সেনাবাহিনীর জিওসি খালেদ আল মামুন এর দিক-নির্দেশনা মূলক উপদেশ শুনে কাহালু থানার পুলিশেরা বাইরের অপারেশন করেছে।