প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৮:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৪, ২:১১ এ.এম
বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ-অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত
[caption id="attachment_5556" align="alignnone" width="750"] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বগুড়ায় শহরজুড়ে সৃষ্ট ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা।[/caption]
বগুড়া সংবাদ : আজ বেলা ৩ টা ৩০ মিনিটে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা।
শুরুতে আন্দোলনে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সমবেত ছাত্র-জনতা সমস্বরে জাতীয় সংগীত গান।
জেলা সমন্বয়ক সাকিব খানের সভাপতিত্বে এবং মোঃ সৈকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমি ফারাবি, শিক্ষার্থী অভিভাবক রেজাউল করিম, জেলা সমন্বয়ক মোঃ জাকিরুল ইসলাম, ছাব্বির আহম্মেদ রাজ, নিয়তি সরকার নিতু, নাজমুল হাসান নেহাল, এপিবিএন শিক্ষার্থী আহনাব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, "ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন নিশ্চিত হয়েছে। এ লড়াইয়ে অসংখ্য ছাত্র-জনতা শহীদী আত্মদান করেছে। আমরা শহীদদের আত্মদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জনগণের এ সংগ্রামী বিজয়কে আমরা কোনো ভাবেই নস্যাৎ হতে দিতে পারি না। আমরা শহীদদের রক্তের নামে শপথ পড়ছি, শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা কাজ করবো। আমরা কোন ভাবেই সেনা সমর্থিত শাসন মানবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের আলোচনায় অংশগ্রহণের আলোকে অন্তবর্তীকালীন সরকার গঠন করতে হবে। অন্তবর্তীকালীন সরকার পূণর্গঠন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বগুড়ার ছাত্রসমাজ রাজপথে থাকবে। দেশ পূণর্গঠন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার লড়াই চলবে। জনগণের জানমালের জন্য হুমকিস্বরূপ এমন সকল ধরণের কার্যকলাপ প্রতিরোধ করা হবে। ইতোমধ্যে আমরা জেলার বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠন করেছি। এছাড়া সাধারণ শিক্ষার্থীরা আজ বগুড়ার রাস্তায় যানজট নিরশনে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে, প্রিয় শহরকে পরিস্কার করতে পরিছন্নতা অভিযান চালাচ্ছে।"
সমাবেশ থেকে বক্তারা যেকোন ধরনের সাম্প্রদায়িক হামলা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস জানমালের ক্ষতি করা থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ